নির্যাতিত নারী
- রফিকুল ইসলাম রফিক ০৩-০৫-২০২৪

পুত্র শিশু বেশিই দামী কন্যা শিশু নয়
পরিরারই প্রথম ধাপ নারীর অবক্ষয়।
স্বীকার তুমি নাইবা করো, নাইবা মানো -তাতে কী যায় আসে
মা জননী কন্যার চেয়ে, পুত্র ধনকে -বেশিই ভালোবাসে।

স্বাধীনতায় হস্তক্ষেপ যেমন করে, নারীর প্রতি হয়
নজরদারী, চোখরাঙানী তেমন করে, নরের প্রতি নয়।
এই তো হলো নারীর দশা যেথায় নারী থাকুক
মানুষ নয় নারী হয়েই জীবন অটুট রাখুক।

দিনে দিনে দিন চলে যায়, হয় জীবনের বছরগুলো পার
নারীরা সব নারীই থাকে হয়না মানুষ --মহিমা অপার।
মন মননের কাছে নারী এমনি করেই নিচে
এই সমাজের জীবনধারায় নারী অনেক পিছে।

মুখেই বলো নারী তুমি মহান মহিয়সী
এই সমাজের গতিধারায় সমান পটিয়সী।
মিছিল মিটিং বক্তৃতাতে সে যে বড় গুণী
সুযোগ বুঝে তুমিই তার মস্ত বড় খুনী।

এই সমাজে নারীরা তাই, তিলে তিলে -ক্ষয়ে ক্ষয়ে যায়
এই দুনিয়ার কারাগারে অন্ধকারের অতল ধারায়।
এমনি করে নারীরা সব নির্যাতিত সারা জনমভর
ভালোবেসে ভিড়ায় তরী, ঘাটে ঘাটে - তবু যাযাবর।

নরীর শত্রু যেদিন থেকে আর কোনোদিন নারী হবে নারে
নারীর প্রতি দৃষ্টিভঙ্গি যেদিন থেকে পাল্টে যেতে পারে
দেখবি তোরা সেদিন থেকেই মনেপ্রাণে ভালো আছে নারী
আসবে সুখ মন মননে, পাল্টে যাবে গতিধারা -পুরো সমাজটারী।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।